কাল রাতে আকাশ বউ সেজেছিল; সূর্যের ঘরে যাবে!
যদি তারা নিভে যায় তাই পথে পথে জোনাকি ছিল
বাহন হিসেবে চার বেহারার পালকি ছিল;
কাল রাতে আকাশ সমুদ্ররঙ শাড়ি পরেছিল!
এরপর হঠাৎ করেই আকাশটা হারিয়ে গেলো!
সাথে জল-জোছনার প্রণয় হারালো
ঘাসফড়িঙয়ের নৃত্য হারালো; তুমি হারিয়ে গেলে
এবং নিমেষেই আমার কবিতার খাতাটাও।
অন্তর জ্বালিয়ে হন্যে হয়ে আমি তোমাকে যেই খুঁজতে লাগলাম
ঈশ্বর বললেন, “তুমি, সে এবং পৃথিবীটাই ব্ল্যাকহোলে হারিয়ে গেছে”।
কাল রাতে ব্লাকহোলে তোমাকে হারিয়ে আমার চোখে জল এলো;
বান হলো এবং
নূহের যে নৌকাটা কোন কিছুতেই ডোবার কথা নয়
সেটাও কালরাতে চোখ-জলে ডুবে গেলো।
কাল রাতে আমার এককোটি বিষন্ন বছর কেটে গেছে!
অতঃপর ঈশ্বর সদয় হলেন; এবং গোটা ব্ল্যাকহোলকে তোমার চুলে মিশিয়ে
পৃথিবীটাকে আমার কাছে ফিরিয়ে দিলেন;
অথচ তোমাকে আমার করে আমাকে দিলেননা!
বিশুদ্ধ কবিতার স্বাদ। কোথা থেকে কোথায় নিয়ে এলেন !! শব্দের কারুকাজ।
মিঠাই ভরা আপনার কমেন্টের স্বাদ; মন ভরে গেল মিঃ মুরুব্বী।
অশেষ ধন্যবাদ !
আপনার প্রতিটি লিখা আমি পড়েছি। সম্ভব হলে প্রকাশিত হওয়া মাত্র পড়ি। অফলাইন হলেও একটি চোখ আমার শব্দনীড়ে থাকে। এই লিখাটিতেও আপনি ছয় হাঁকিয়ে দিয়েছেন ডেজারট ভাই। আধুনিক মননশীলতা না থাকলে এমনটা সম্ভব নয়।
স্যাল্যূট ভাই।
আপনার মন্তব্যে মন খুশিতে ভরে গেলো। ভীষণ আনন্দিত হবার মতো কথা বলেছেন।
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো।
নির্নিমেষ মুগ্ধ হলাম মিড দা। আপনি অসাধারণ লেখেন।
মন্তব্যে খুব মুগ্ধ হয়েছি দিদি।
অনেক শুভেচ্ছা!
অতঃপর ঈশ্বর সদয় হয়ে গোটা ব্ল্যাকহোলকে তোমার চুলে মিশিয়ে
পৃথিবীটাকে আমার কাছে ফিরিয়ে দিলেন;
* এক অসাধারণ বাণী বিন্যাস মুগ্ধ না হয়ে উপায় আছে।
শুভ কামনা সবসময়।
আপনার মন্তব্য আমাকে সব সময়ই মুগ্ধ করে কবি!
মন ভরে গেল। অনেক ধন্যবাদ !
গোটা ব্ল্যাকহোলকে তোমার চুলে মিশিয়ে এত ভাবনা- এত চিন্তা; মুগ্ধ করে দিলেন কবি।
ঈশ্বর সব ফিরয়ে দিলেন, কেবল তোমাকেই আমার করে দিল না। চমৎকার কবিতা কবি মিড ডে ডেজারট।
মন্তব্যে ভীষণ খুশি হয়েছি।
অশেষ ধন্যবাদ !