স্মৃতিঃ হয়তো সেই ভুল মনে হওয়াটাও ভুল ছিলো

সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম ড্রাইভার বললো,
“একটু ডানে তাকান”।

একজন তিরিশোর্ধ মহিলা তাকিয়ে ছিলেন।
জানতে চাইলাম,
“কে উনি?”

“কয়েক মাস ধরে যে আপনার সাথে দেখা করতে চেয়েছে।”
পোস্তুন ড্রাইভার জবাব দিলো।

আমার বাঙালি বাবুর্চি খাবার পরিবেশনের সময় বেশ কবার মহিলাটির অনুরোধের কথা জানিয়েছিলো। সে ইউএস প্রবাসী; রহস্যময় কারণে পাকিস্তানে অবস্থান করছিলো। বাবুর্চি ছাড়া আরো কেউ বিষয়টা জানতো ধারণা করিনি।

যে বিশ্বাস নিয়ে তাঁর সাথে দেখা করিনি তখন সেটাকে ভুল মনে হলো।

হয়তো সেই “ভুল মনে হওয়াটা”ও ভুল ছিলো।

কে জানে?!

————–
(পাকিস্তান; জুন ২০১৩)

18 thoughts on “স্মৃতিঃ হয়তো সেই ভুল মনে হওয়াটাও ভুল ছিলো

  1. আমারও কেন জানি মনে হচ্ছে … 'ভুল মনে হওয়াটা'ও ভুল ছিলো মি. মিড ডে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. হাহাহাহাহা; খুব মজা পেলাম মিঃ মুরুব্বী!

  2. আপনার লেখা এতো সংক্ষিপ্ত কেন মিড দা !! ভুল করে ভুলের মধ্যেও ভুলের অবকাশ ঘটতে পারতো না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

    1. কাছের বন্ধুদেরকে ঘটনাটা লিখে জানিয়েছিলাম। সেটাই তুলে দিয়েছি দিদি।

      "ভুল করে ভুলের মধ্যেও ভুলের অবকাশ ঘটতে পারতো না"। —–হাহাহাহাহা; কতো যে মনোবিজ্ঞান লিখা হয়ে গেল আপনার কমেন্টে। খুব মজা পেলাম :) :) :) !

  3. শুরু হতেই না শেষ হলে গেলো ডেজারট ভাই। কেন কেন কেন !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gifdevil

    1. হাহাহাহাহাহা; আজ ভারী মজার সব কমেন্ট পেলাম। 

      বাক্কা মজা পেয়েছি কবি!

    1. রহস্যভেদ পেন্ডিং রেখেই আমি দেশটা ছেড়েছিলাম। এই জনমে ওটা উন্মোচন করা আর বুঝি হবেনা !  :)  :) 

  4. যৌবনের ডান বাম সবচে' গুরুত্বপূর্ণ দিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

    1. ঠিক বলেছেন! ড্রাইভারের কথায় কান না দিয়ে ডানে না তাকালেই কিন্তু এসব কিছু হতোনা !  :)  :)  

      আপনার কথাটাতে গুরুত্বপূর্ণ দর্শন আছে- মন থেকেই মানি!

  5. সেই ভুল কি আর শোধরানো সম্ভব হবে? আবার কোনোএক সময় ভুল বশত দেখা হয়ে গেলে, সেই ঘটনা আমাদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। 

    শ্রদ্ধেয় লেখকের জন্য শুভকামনা রইল।

    1. :) :) :)  জবান দিলাম, দেখা হলে সবকিছু আপনাকে পত্রমারফত জানাব!

      অনেক শুভকামনা আপনার জন্যও !!

       

  6. পোস্ট-প্রসঙ্গ আর মন্তব্য গুলো দেখলাম পড়লাম। পোস্ট খানি খুবি সিরিয়াস টাইপের হলেও সহবন্ধুদের সরস উপস্থিতিতে কন্টেন্টে মনে হয় কোন ক্ষতি করেনি। বরং উপভোগ্য করেছে। :) শুভেচ্ছা মিড ডে ই ডেজারট ভাই। :yes: 

    1. একদম সঠিক পর্যবেক্ষণ এবং চৌকশ ইন্টারপ্রেটেশণ!

      মন্তব্যে ভীষণ খুশি হয়েছি! অশেষ ধন্যবাদ আপনাকে!

  7. খুব সংক্ষিপ্ত লেখা।শুরু হতে না হতেই শেষ হয়ে গেল …… কবি ভাইয়া মিড ডে ডেজারট। চমৎকার উপস্থাপন। শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।