প্রিয় গান-৩ (আজ শ্রাবণের বাতাস বুকে)

আজ শ্রাবণের বাতাস বুকে
এ কোন সুরে গায়
আজ বরষা নামলো সারা
আকাশ আমার পায়।।

আজ শুধু মেঘ সাজাই মেঘে
আজ শুধু মেঘ বুকে
আজ শুধু বিষ ঢালবে আকাশ
বিষ মেশানো সুখে।।

দাও ঢেলে দাও
যে প্রেম আমার
হৃদয় জ্বলে যায়।

আজ বরষা নামলো
সারা আকাশ আমার পায় …

দিগন্তনীল মাঠের উপর
থাকছি আমি শুয়ে
এই কপালের সমস্ত তাপ
বরষা দেবে ধুয়ে।।

এর বেশী কি পাওয়ার থাকে
এর বেশী কে চায়।

আজ বরষা নামলো
সারা আকাশ আমার পায় …

শিল্পীঃ রুপঙ্কর বাগচী।

মিতা সম্পর্কে

দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না। স্বপ্ন ঊড়ে বারে বারে,তবুও স্বপ্ন দেখি লেখাপড়া ক্লাস ফাইভ ।

3 thoughts on “প্রিয় গান-৩ (আজ শ্রাবণের বাতাস বুকে)

  1. আজ শ্রাবণের বাতাস বুকে
    এ কোন সুরে গায়
    আজ বরষা নামলো সারা
    আকাশ আমার পায়।

    __ সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. যেখানেই তুমি থাক না কেন
    এসো না কাছে
    এ গানের নিমন্ত্রণে,
    শুধু গান গেয়ে আজ
    ভরিয়ে দেব দখিনা বাতাস।।

মন্তব্য প্রধান বন্ধ আছে।