চোখে চোখে রেখে নদী হয় অরণ্য
অরণ্যের সাপ হয় জলপ্রপাত
তিলক পড়া ঘুঙৃরের নিচে ফুলটা কি বন্য?
বুকের নিচে আমার কি যে অপঘাত।
~
কিঞ্চিত অবশিষ্ট থেকে ডুবে যায় সন্ধ্যা
তখন কে যেনো ডেকে যায় পূবালীতে
এক নারী ; গুনিয়াকুড়ি গ্রামের বন্ধ্যা
আনচান করে মন, পুড়ে খই হই বালিতে।
~
শরৎ গেলে সটান রৌদ্রের দুপুরে এসে
জলময় ঘাসগুলো চিৎ হওয়া বউ আমার
কার ঠোঁটে মিশে গেলো ভালোবেসে
ধূসর দুপুরের উঠোনে এসে দেখি- ‘গ্ল্যামার,।
~
লেখাঃ ৪/৩/১৭ইং
4 thoughts on “গ্ল্যামার”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
জানি ব্যস্ত তারপরও আপনার লিখা নিয়মিত পড়তে চাই।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি মি. দ্বীপ সরকার।
বেশ লিখেছেন। শুভ কামনা সব সময়।
বেশ ভাল, পরিচ্ছন্ন।
চোখে চোখে রেখে নদী হয় অরণ্য
অরণ্যের সাপ হয় জলপ্রপাত
তিলক পড়া ঘুঙৃরের নিচে ফুলটা কি বন্য?
বুকের নিচে আমার কি যে অপঘাত।————-