এলেবেলে – ৩০

নভেম্বর. ২০১৭ ইংরেজী সাল।
আমার এক বড়লোক বন্ধুর গাড়িতে লিফট নিচ্ছিলাম।
পেছনের সীটে আমি এবং তিনি …
কথা প্রসঙ্গে তাঁর ছেলের গল্প শুরু করলেন …। শিক্ষা …
শেষে বললো তাঁর ছেলেরও ড্রাইভিং লাইসেন্স আছে।
জানতে চাইলাম স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে লাইসেন্স নিয়েছে … কি?
তিনি যা বললেন আমি অবাক …
না না পরীক্ষা টরীক্ষা দিতে হয় নি। চালাতে জানে আর বিআরটি’এ তে পরিচিত লোক আছে তাই লাইসেন্স করিয়ে নিতে অসুবিধা হয়নি।

কিছু বলিনি চুপ করে শুধু শুনে ছিলাম। বড়লোকদের অনেক স্বাদ আহ্লাদ থাকে।

আজ বলি, তিনি যদি আমার লেখাটি পড়েন তো আমার অনুরোধ থাকবে ছেলের লাইসেন্সটি নিয়ে যেন বিআরটি এ তে ফেরত দেন।

সেই লাইসেন্সটি সেটি তাঁর মৃত্যুর কারণ হতে পারে অথবা অনেক লোকের মৃত্যুর কারণ হতে পারে। (আমি শুধু সম্ভাবনার কথা বলছি আশীর্বাদ বা অভিশাপ দেবার ক্ষমতা আমার নেই, আর আমি ওসবে বিশ্বাসও করি না )।

একটা উদাহরন দেই, একজন ডাক্তারের ভুল চিকিৎসার কারণে একটা জীবন হারিয়ে যেতে পারে আর একজন ড্রাইভারের ভুল সিদ্ধান্তের কারণে শত জীবন বিপন্ন হতে পারে।

একটাই জীবন।
অসীম সম্ভাবনার সেই জীবনের মুল্য ২০ লক্ষ টাকা হতে পারে না।

মিতা সম্পর্কে

দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না। স্বপ্ন ঊড়ে বারে বারে,তবুও স্বপ্ন দেখি লেখাপড়া ক্লাস ফাইভ ।

9 thoughts on “এলেবেলে – ৩০

  1. আসলেই তাই। জীবন একটাই।
    অসীম সম্ভাবনার সেই জীবনের মুল্য ২০ লক্ষ টাকা হতে পারে না। :(

  2. মূল্যবান একটি পরামর্শ উঠে এসেছে। যা হতে পারে সর্বজনীন। হতে পারে কেনো … হতেই হবে। অসীম এই সম্ভাবনার দেশে কোন তাজা প্রাণের মূল্য কুড়ি লক্ষ হতে পারে না। দুর্ঘটনাকে যারা কথায় আলাপে খেলা-খেলা শব্দ তৈরী করে ফেলেছেন তাদের ঘৃণা জানাই। এটা দূর্ঘটনা নয়; সরাসরি হত্যাকাণ্ড। দূর্ঘটনা এড়াতে গণসচেতনতা বাড়াতে হবে। সজাগ থাকতে হবে পথেঘাটে।

    1. দুর্ঘটনা প্রতিদিন হয় না। ড্রাইভিং লাইসেন্স নিতে গিয়ে পড়েছিলাম অনেক ছোট ছোট দুর্ঘটনার পর একদিন অনেক বড় দুর্ঘটনা হয় । জাপানের ড্রাইভিং স্কুল গুলোতে শুধু ড্রাইভিংই শেখানো হয় না । দুর্ঘটনার পর কি করতে হবে তাও শেখানো হয়। আমাদের দেশের মানুষের অতো সময় কই । চালাইতে পারলেই চালক । 

  3. প্রায়ই এমন কথা শুনি জীবনের মূল্য — এত টাকা হতে পারে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_negative.gif

    আসলে জীবনকে মূল্য দিয়ে বিচার করার র্অথই আমারা বোকাসোকা মানুষ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    কিন্তু যখন একটি   র্নিদৃষ্ট র্পরিমান র্অথের উল্লেখিত হয়  তখন বুঝতে পারি কোথায় কেউ কাউকে দেবার অঙ্গিকার করেছে বা দিয়েছে।  প্রশ্ন একটাই যখন কোন পরিবারের কেউ মারা যায় কোন ঘটনায় কিংবা র্দূঘটনায় এবং তাকে আর যখন ফিরে পাওয়া যাবে না ,  তখন সত্যিকার ভাবে আমাদের কি করা উচিত?https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_unsure.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_sad.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

     

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।