তোমার জন্যে—

ভূগর্ভের যতই গভীরে হোক–সুক্ষ থেকে সুক্ষতর
প্রশান্ত মহাসাগরের গভীর স্তরে লুকিয়ে থাকা আরও গভীর
নীল মঞ্জুসার মণি এনে দিতে পারি তোমায় নিমিষে–
ওরা চাঁদের বুকে কোন এক বুড়ির প্রতিমা অঙ্কন করেছে;
আমি তার আলোর উচ্ছলতায় চির যৌবনা তোমার প্রতিবিম্ব দেখেছি
কোন এক প্রভাকর নয়; তোমার আলোয় আলোকিত যেন আজ শশি।

দিগন্ত রেখায় বহে যে সমীরণ; সুশীতল হয়েছে তোমারই কারণে
রবি চায়নি আজ অস্ত যেতে তোমায় ছেড়ে;
সলাজে রাঙ্গিল তাই পশ্চিমাকাশে

আমাতে তোমায়; তোমাতে আমি চাই বিলীন হতে।
পাথারে খেলে যে ঢেউ তাতে ওরা দেখেছে ধ্বংসের তান
আমি খুঁজি ফিরি তোমার আনন্দ শিহরণ ।

তম্রিসা ঘন কোন এক গভীর রাতে হঠাৎ চমকাল যে বিদ্যুৎ–
কেউ তাতে খুঁজে দেখেছে ধরায় অশনি সংকেত,
হয়েছে তারা অকারণ হতবাক; বহিঃপ্রকাশে যেন নির্বাক
আমি যেন আঁধারের মাঝেও খুঁজে পেয়েছি তোমার উজ্জ্বল মুখ।

পাতা ঝরা দেখে কবির মনে জেগেছে বিরহ চেতনা
অঝোর ধারায় ঝরেছে যে বাদল ভাসিয়ে ত্রিসীমানা;
কবি আর বিরহী তাদের রঙ দিয়েছে ভিন্ন ভিন্ন মাত্রায় –
আমি নই কবি তাই ভাবি; সবই যেন আজ রচেছে অর্ঘ; তোমার প্রতীক্ষায়।

11 thoughts on “তোমার জন্যে—

  1. রবি চায়নি আজ অস্ত যেতে তোমায় ছেড়ে;
    সলাজে রাঙ্গিল তাই পশ্চিমাকাশে

    আমাতে তোমায়; তোমাতে আমি চাই বিলীন হতে।

    যথেষ্ঠ রোম্যান্টিক কবি দা। বরাবরের মুগ্ধতা রাখলাম। নমস্কার। 

    1. * অনেক ধন্যবাদ প্রিয় কবি দি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. অসাধারণ হয়েছে। লিখা প্রকাশের পাশাপাশি লিখা গুলোও সিলেকশান করে নিন আগামী প্রকাশনার জন্য। কিছু যতি চিহ্নের সমস্যা থাকে। একটু খেয়াল করবেন। যেমন এই পোস্টেও আছে। আপনি বুঝবেন এবং বোঝার চেষ্টা নিবেন জন্য সম্পাদনা করা হলো না। পরিশেষে সালাম জানবেন স্যার। :)

  3. কবি আর বিরহী তাদের রঙ দিয়েছে ভিন্ন ভিন্ন মাত্রায় –
    আমি নই কবি তাই ভাবি; ——–চমৎকার প্রকাশ করেছেন কবি দা

    1. * ধন্যবাদ সুপ্রিয় কবি দা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. আমি নই কবি তাই ভাবি; সবই যেন আজ রচেছে অর্ঘ; তোমার প্রতীক্ষায়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।