কথোপকথন -২

– কে আপ‌নি ?
– সেই প্রশ্নটা তো আমার করার কথা, কারণ ফ্রেন্ড রিকোয়েষ্ট আপনার কাছ থেকেই এসেছিল। আমি শুধু একসেপ্ট করলাম।
– আ‌মি ঠিক চিনতে পারছি না।
– অচেনা মানুষকে কি বন্ধুত্বের বাঁধনে রাখা যায়?
– আপনার লেখা পোস্ট ভাল লে‌গে‌ছে, অবশ্যই বন্ধুত্ব হ‌বে, কিভা‌বে রিকু‌য়েস্ট পা‌ঠি‌য়ে‌ছি ম‌নে নেই, স্মৃতিভ্রষ্ট হচ্ছি!
– তাহলে বন্ধু হিসাবে থাকা যায়, আমি এমনিতেই কম বন্ধু নিয়ে থাকি।
-জ্বী

আরো কয়েক দিন পর ….

– ভাল আ‌ছেন আপ‌নি ?
– ভালো আছি …।
– আপনি … কেমন আছেন ?
– আ‌ছি‌ মোটামু‌টি। থা‌কেন কোথায় আপ‌নি ?
– বাড়ীতে
– আমি জানতে চেয়েছিলাম আপনি কোথায় থাকেন ?
– আমার প্রোফাইল এ আছে।
– ও। আ‌মি জানতাম না, আপনার জেলা কোথায় দে‌শে ?
– আমার জেলা ঢাকা
– ভাল, বাংলার প্রতি অ‌নেক ভালবাসা আপনার !
– তাই কি মনে হচ্ছে ?
– জ্বী তাই
– অতো ভালোবাসা থাকলে রাজনীতি করতাম !

______________
কথোপকথন#২

মিতা সম্পর্কে

দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না। স্বপ্ন ঊড়ে বারে বারে,তবুও স্বপ্ন দেখি লেখাপড়া ক্লাস ফাইভ ।

5 thoughts on “কথোপকথন -২

  1. প্রযুক্তি আমাদের কত অভিজ্ঞতাই না তৈরী করে দেয়। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।