নারী দিবস!

নারী দিবস!

“পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে
সে নহি নহি,
হেলা করি মোরে রাখিবে পিছে
সে নহি নহি।
যদি পার্শ্বে রাখ মোরে
সংকটে সম্পদে,
সম্মতি দাও যদি কঠিন ব্রতে
সহায় হতে,
পাবে তবে তুমি চিনিতে মোরে।”

নারী, যার আঁচল জুড়ে ভালবাসা আর মায়ের পূর্ণতা, নারী এক বিশাল আকাশ নয়। সমুদ্র সৈকত। কিংবা ভীষণ বিস্ফোরণে আগ্নেয়গিরি। নারী কারো কারো অক্সিজেন। নারীর চোখে তাকিয়ে দেখ-দেখবে সহজ সরল, মায়া ভরা এক দীপ্ত আলো, সে অবাধ ভাবে মায়া দিতে পারে, বাঁচতে শেখাতে পারে, আমাদের ভেতরের মানুষটাকে চেনাতে পারে।

কখনো সে দেবী। সে কখনোও রাগী। কক্ষনোও শান্ত। কখনোও বধূ নামের আত্মার প্রশান্তি। বহুদুর হেঁটে এসে শিশু যখন হুমড়ি খেয়ে পরে তার আঁচলে একটু ঘুমের জন্য, মায়া নামের অনুভুতিটা মায়ের বুকের গন্ধে খুঁজে পায়। যাকে তোমরা নারী বলো-তার আরেকটা ছায়ার নাম প্রশান্তি, সিক্ততা ,পবিত্রতা, মায়া। বন্ধন তার অলংকার।

নারী তুমি অর্ধেক আকাশ,
ও নারী তুমি সর্বংসহা…

আমরা বলি নারী পুরুষ সমান সমান, কিন্তু আজও এখনও কন্যা ভ্রুণ অবস্থায় মেরে ফেলা হয়। আজও পণের টাকার জন্য নারীই বলি হয়। আজও রাস্তায় একা মেয়ে দেখলে লকলকে জিব সামলানো যায় না। নারী তার নারীত্ব নিয়ে গর্ব করে না। যে পুরুষ নারীকে হত্যা করে তার সম্ভ্রম লুটপাট করে নেয়, তাদেরও যে জন্ম হয়েছে নারীর অংশ থেকেই। আজ নারী দিবসে বিশ্বের সকল নারীর প্রতি রইলো আমার শ্রদ্ধা।

আজ এই গানটা থাক …

youtu.be/6VOEjYNSwK4

14 thoughts on “নারী দিবস!

  1. নারী দিবসে বিশ্বের সকল নারীর প্রতি রইলো আমারও শ্রদ্ধা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কখনো সে দেবী। সে কখনোও রাগী। কক্ষনোও শান্ত। কখনোও বধূ নামের আত্মার প্রশান্তি। সারাজীবন রাখি শ্রদ্ধা। অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. শুধু আজ নয়, সদাসর্বদা সকল নারীর প্রতি রইলো আমার অকৃত্রিম শ্রদ্ধা।  ধন্যবাদ প্রিয় বোন রিয়া।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. সকল নারীদের প্রতি শ্রদ্ধা রইলো,,    

    1. সকল নারীদের প্রতি শ্রদ্ধা আমারও প্রিয় কবি দা। ধন্যবাদ।

  5. নারী দিবসে পৃথিবীর সকল নারীদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন। ভাল থাকুন সকল মা জননী,কন‍্যা ভগ্নী ….

    শুভ কামনা রইল কবি রিয়া দি''ভাই।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  6. ভালো লিখেছেন প্রিয়কবি।

    সকল নারী জাতির প্রতি শ্রদ্ধা জানাই।

    সাথে থাকুন, পাশে রাখুন।
    শুভেচ্ছা জানাই।
    জয়গুরু

মন্তব্য প্রধান বন্ধ আছে।