মানুষের শরীরই করোনার বাড়ি

করোনা ভাইরাস ঠেকাতে আমরা অনেকেই অনেক কিছু করছি- সচেতনতার জন্য লিফলেট, মাস্ক, সাবান এবং কি লকডাউন মোকাবেলার জন্য দরিদ্র অসহায়দের মাঝে খাবার বিতরণ! আপাত দৃষ্টিতে এই কাজগুলো খুব ভাল কাজ। এবং এসব করে আমাদের আত্ম তুষ্টিরও অভাব নাই।

কিন্তু এই ভাইরাস ঠেকাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু না করা!

হ্যাঁ ভাই। আপনি কিছু না করে শুধু মাত্র নিজেকে একা করে ফেলুন অন্যদের থেকে সরিয়ে রাখুন। হোক তা ঘরে বা ঘরের বাহিরে আপনি শুধু আলাদা হয়ে যান! ..
বিশ্বাস করুন এটিই হবে এই ভাইরাস ঠেকাতে সবচেয়ে বড় কাজ। এবং আপনার নিজের ও অন্যের কল্যাণের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। কারন করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যা শুধু মাত্র মানুষই বহন করতে পারে, মানে এই ভাইরাস শুধু মাত্র মানুষের শরীরেই বসবাস করতে পারে।

তাহলে আপনি নিজেই ভাবুন। আপনার নিজের ও অন্যের উপকার যদি করতে হয় তাহলে কি করতে হবে? সবচেয়ে বেশি উপকার হবে যদি কিছু না করে একা হয়ে যান। এই যুদ্ধটাই এমন। তা নইলে আগামী বিশেষজ্ঞদের মতে এটি সারা পৃথিবীর মানুষকে নিজেদের বসবাসের জন্য দখল করে নেবে। এর মধ্যে ঝরে পড়বে দশ শতাংশ প্রাণ! মানে প্রায় ছয় কোটি মানুষ!

প্লিজ ঘরে থাকুন। একা থাকার সুযোগে বেশি বেশি এবাদত করুন। কোরান পাঠ, জিকির, ও নামাজের মাধ্যমে স্রষ্টার সান্নিধ্যে থাকার সুযোগ লাভ করুন। আল্লাহ সকলের মঙ্গল করুন। আমীন…

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “মানুষের শরীরই করোনার বাড়ি

  1. এই যুদ্ধে জিততে হবে। সময়োপযুগী পরামর্শের জন্য ধন্যবাদ স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ধারণাটি মন্দ নয়, আইসোলেশন এর প্রকৃত অর্থ এটাই।

  3. ভাইরাস ঠেকাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু না করা!

    কিছু না করে শুধু মাত্র নিজেকে একা করে ফেলুন অন্যদের থেকে সরিয়ে রাখুন। হোক তা ঘরে বা ঘরের বাহিরে আপনি শুধু আলাদা হয়ে যান! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।