ঘরবন্দি

হঠাৎ বৃষ্টির মতো
তোমার দেখা পাবার কোন সম্ভাবনা নেই
ঘরবন্দিটা এবার কষ্ট দিচ্ছে।

মনে হচ্ছে সহস্র বছর দেখিনি তোমায়
তোমার ভালোবাসায় চোখ ধোঁয়া হয়নি কতকাল
স্মৃতি নিয়ে কত আর কবিতা লিখবো
একটা মুলাকাত ছাড়া অবস্থা যে নাজেহাল।

লক ডাউনে শহর বন্দি
কারফিউ রাস্তাঘাটে
তোমার বাড়ির অলিগলিও আমায় খুঁজে
আমাদের প্রেমালাপ তাদেরও প্রিয় বটে।

রূহ ছাড়া শরীর কেমন থাকে
অক্সিজেন ছাড়া ফুসফুস কেমন থাকে
আন্দাজ করো। তোমাকে ছাড়া আমি কেমন আছি
ঘরবন্দিটা এবার কষ্ট দিচ্ছে।

ছবি: তৌসিফ হক

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

2 thoughts on “ঘরবন্দি

  1. বন্দী দশাতেও আপনার কবিতায় কিছু সময়ের জন্য যেন প্রাণ ফিরে পেলাম। গুড লাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2.  সাজগোজ করে প্রতিদিন যে পুথি পড়ে ,তাই আমরা সত্য  বলে জানছি । দেশে ভাইরাসে আক্রান্ত রোগী ও মৃতের  সঠিক সংখ্যা রাষ্ট এবং আল্লাহ জানে । তাই সাবধান থাকুন। ধর্য্য ধারণ করুণ পারলে আপনার পাশের অসহায়কে মানবতার হাত প্রসারিত করুণ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।