কুট কুট কুট পিঁপড়া কাটে,
পিঁপড়ার নাই ভয়।
কাটুস কুটুস কাটুস কুটুস,
সদা ব্যস্ত রয়।
গুণ গুণা গুন অলি ওড়ে,
গায় যে সুখের গান।
উত্তর পাড়ার বৌ,ঝিরা ধরে
ঢেঁকি পাড়ানি গান।
ফুড়ুৎ ফুড়ুৎ চড়ুই নাচে,
এদিক ওদিক চায়।
ছোট্ট খুকু চড়ুইছানার,
পেছন পানে ধায়।
চলতে পথে ছোট্টখুকু
হোঁচট খেয়ে পড়ে।
পতন রোধে ভুল করে খুকু
খেজুর পাতা ধরে।
উফ মাগো মরে গেলাম
কি বিঁধলো হায়।
বিষম এক লম্বা কাটা,
খুকুর ফোটে পায়।
কিসের কাটা কিসের কাটা,
এযে খেজুর কাটা।
বিষম তার জ্বলুনি,
পা হলো আকাটা।
বদ্যি এলো ওঝা এলো,
নামলো না তো বিষ।
বিষম ব্যথায় খুকু কাঁদে,
কষ্ট অহর্নিশ।
নন্দিত শুভেচ্ছা কবি মি. ইসিয়াক। শুভ সন্ধ্যা।
অনেক অনেক ভালোবাসা জানবেন মুরুব্বী
Excellent
ভালো থাকুন।