জীবন মানে তুমি

একদিন তোমার মন খারাপগুলো ছুটি নেবে
সব খারাপ সময়ে তোমার কাঁধে আমার হাত পাবে।
মানুষ তো একজীবনেই সব পেতে চাই
আমিও তো রক্ত মাংসের মানুষ
ব্যতিক্রমী নয় –
এই জীবনেই একদিন তোমাকে চাই
মৌমাছির যেমন ফুল চাই
রঙপেন্সিলের পাতা চাই।
কালো মেঘ যতই অন্ধকার নিয়ে আসুক
সূর্য সব অন্ধকার দূর করে আলোকিত করে দেয়
আমিও আলোর স্বপ্ন দেখি
তোমাকে পাওয়ার স্বপ্ন দেখি।
প্রকৃতি যেমন বসন্তের জন্য অপেক্ষা করে
ফুলের কুঁড়ি যেমন প্রস্ফুটিত হওয়ার অপেক্ষা করে
আমিও তোমার অপেক্ষায় আছি।
তোমাকে ভালোবেসেই বুঝেছি
জীবন মানে বেঁচে থাকা নয়
জীবন মানেই তুমি…

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

3 thoughts on “জীবন মানে তুমি

  1. ফুলের কুঁড়ি যেমন প্রস্ফুটিত হওয়ার অপেক্ষা করে
    আমিও তোমার অপেক্ষায় আছি।

    ___ রোম্যান্টিক কবিতায় অভিনন্দন কবি মি. জীরো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. তোমাকে ভালোবেসেই বুঝেছি 

    জীবন মানে বেঁচে থাকা নয় ,জীবন মানেই তুমি ।

     

    চমৎকার দুটি লাইন ,মুগ্ধ হলাম https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    শুভেচ্ছা ও ভালোবাসা রইলhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif​​​​​

মন্তব্য প্রধান বন্ধ আছে।