বেঁচে আছি তোমার ভালবাসায়

প্রিয় তুমি কেমন আছো? খুব জানতে ইচ্ছা করছে
কতদিন দেখা হয়নি, কতদিন চেয়েছিলাম
একটু নির্জনতা
সবকিছু ভুলে তোমার বুকে রাখবো মাথা।

হাজার ভিড়েও লুকিয়ে দেখে চোখ জুড়াতো যার
মুঠোফোনের নিজস্বীতে তোমাকে দেখে
আর মন ভরে কী তার!

আমি মরণব্যাধি করোনার ভয়ে গৃহবন্দী হয়ে
ভীষন কষ্টে আছি,
আমার কষ্টে দেখেছি তোমার চোখেও জল
তোমার ভাঙা গলার স্বর আমাকে
ভীষণভাবে করেছে দুর্বল।

এত্তো ভালোবাসা বুকে নিয়ে
কী করে দূরে থাকা যায়
তোমার এই একই প্রশ্ন আমাকে খুব বেশি ভাবায়

গৃহবন্দি আছি বলে প্রেম কী কমে যাবে
এই প্রেম যে অন্যরকম ,
এর কল্পনারা আকাশছোঁয়া হলেও
সামাজিকতা যে খুব মানে
জানি আবার দেখা হবে, কথা হবে,
দুজনেরই চোখ জুড়াবে।
এটা কেউ না জানলেও আমাদের হৃদয় তো জানে

তাই প্লিজ তুমি ভালো থাকো
আমি শুধু তোমার হাসিমুখটা দেখতে চাই
কারণ তুমি তো জানো
আমি বেঁচে আছি শুধু তোমার ভালোবাসায়।

নাজমা হেপতুল্লা সম্পর্কে

সাধারণ মেয়ে। কবিতা ভালোবাসি। কবিতা আবৃত্তি করতে ভালোবাসি। কবিতা আবৃত্তি শুনতে ভালোবাসি। বই পড়তে ভালোবাসি। আর প্রিয় মানুষটাকে খুউব ভালোবাসি।

6 thoughts on “বেঁচে আছি তোমার ভালবাসায়

  1. আপনার কবিতা আর শিরোনামের কন্টেন্ট খুবই কাছাকাছি। কখনও কখনও আমার মনে হয় 'সম্ভবত এই কবিতাটি আমি পড়েছি'। রোম্যান্টিক কবিতায় শুভেচ্ছা কবি। :)

    1.  অসংখ্য ধন্যবাদ আপনাকে ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      আমার প্রত্যেকটি কবিতাই আপনার  এই সুন্দর মন্তব্যগুলি আমাকে আরো বেশী লিখতে উৎসাহিত করছেhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অসাধারন লেখনি। সুখপাঠ্য। 

    খুব ভালো লাগলো কবি। লিখতে থাকুন। 

    শুভেচছা ও শুভকামনা প্রতিনিয়ত 

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।