আমার…
নীল আকাশটা তোমাকে দিলাম
ভোরের শিশির ভেজা ঘাস, আর
জলে নেমে তোলা শাপলাফুল তোমার
যদি আরো চাও তবে বোতল ভর্তি জ্যোৎস্না দেবো
আমার জন্য সাজগোছের সময় গায়ে মেখো
সন্ধ্যার জোনাকি ধরে এনে করবো কপালের টিপ
তোমার রূপ লাবণ্য হবে যেন জলন্ত প্রদীপ।
তুমি বললে চাঁদের অহংকার ভেঙে দেবো
তোমার রহস্যময় হাসির ছবি আঁকবো
সাত সমুদ্র তেরো নদী পার করে হলেও
আনবো তোমার জন্য খুশির রোশনাই।
তুমি শুধু…
তোমার কোমল হৃদয়ে যত্নে আমায় রেখো
ক্লান্তমন পাশে চাইলে প্রেমের দৃষ্টিতে দেখো
ভ্রূমরের গুঞ্জনের মতো ভালোবাসি ভালোবাসি বলো
তুমি শুধু… আমার দিলখুশ হয়েই থেকো।
ছবি – তৌসিফ হক
Excellent
ধন্যবাদ প্রিয় কবি
আপনার কবিতা বরাবরই আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়। জয় হোক কবিতার।
ধন্যবাদ প্রিয় মুরুব্বী ভাই। আপনার এরকম মন্তব্য মানে বিশাল কিছু পাওয়া। অন্যরকম অনুভুতি।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
শুভকামনা
খুব সুন্দর কবিতা।


ধন্যবাদ প্রিয় কবি।
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ❤️❤️
ভালোলাগা রেখে গেলাম
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা