দিলখুশ

আমার…
নীল আকাশটা তোমাকে দিলাম
ভোরের শিশির ভেজা ঘাস, আর
জলে নেমে তোলা শাপলাফুল তোমার
যদি আরো চাও তবে বোতল ভর্তি জ্যোৎস্না দেবো
আমার জন্য সাজগোছের সময় গায়ে মেখো
সন্ধ্যার জোনাকি ধরে এনে করবো কপালের টিপ
তোমার রূপ লাবণ্য হবে যেন জলন্ত প্রদীপ।
তুমি বললে চাঁদের অহংকার ভেঙে দেবো
তোমার রহস্যময় হাসির ছবি আঁকবো
সাত সমুদ্র তেরো নদী পার করে হলেও
আনবো তোমার জন্য খুশির রোশনাই।

তুমি শুধু…
তোমার কোমল হৃদয়ে যত্নে আমায় রেখো
ক্লান্তমন পাশে চাইলে প্রেমের দৃষ্টিতে দেখো
ভ্রূমরের গুঞ্জনের মতো ভালোবাসি ভালোবাসি বলো
তুমি শুধু… আমার দিলখুশ হয়েই থেকো।

ছবি – তৌসিফ হক

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

8 thoughts on “দিলখুশ

  1. আপনার কবিতা বরাবরই আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়। জয় হোক কবিতার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ প্রিয় মুরুব্বী ভাই। আপনার এরকম মন্তব্য মানে বিশাল কিছু পাওয়া। অন্যরকম অনুভুতি।

      ভালো থাকুন। সুস্থ থাকুন।

      শুভকামনা 

    1. ধন্যবাদ প্রিয় কবি। 

      শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ❤️❤️

মন্তব্য প্রধান বন্ধ আছে।