বেলা ডুবে যায় পশ্চিম দিগন্তে
রক্ত আভা লালে
সফেদ গোধূলি বেলা রঙিন সাজে
প্রিয়ার দুটি গালে ।
পাখি ফিরে নীড়ে দিনের ব্যস্ততা
এক নিমিষে ভুলে
কেউ থাকে পথ চেয়ে নীরব সাঁঝে
নিবিড় আঁখি জলে ।
কেউ আসে ঘরে কেউ থাকে দূরে
অচিন কেউ হয়ে
কেউ বাজায় বাঁশি বুকের ভিতর
আগুন লাগা সুরে ।
কেউ ভালোবাসে কেউ করে ঘৃণা
বিচিত্র এ প্রেম ধারা
ভালোবেসে কেউ করে জয় সবর্ত্র
কেউ হয় সর্ব হারা ।
তবুও বলি সবাই, ভালোবাসি তোমায়
ভালোবাসা জগৎ ময়
ভালোবেসে আমরা করবো যে একদিন
এই পৃথিবী প্রেমময়
ভালোবাসা যে পাপ নয় লোকে বলে ভুল
ভালোবাসা যে খাঁটি হলে ফুটে তার ফুল ।
০৮/০৫/২০২০
প্রাঞ্জল শব্দের গাঁথুনি।
ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়
'ভালোবাসা যে পাপ নয় লোকে বলে ভুল; ভালোবাসা যে খাঁটি হলে ফুটে তার ফুল।'
___ সুন্দর আবৃতি করার মতো কবিতা। অভিনন্দন কবি পথিক সুজন।
অনুপ্রেরণা পেলাম শ্রদ্ধেয়।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
মনোমুগ্ধকর।
ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়।