আমার স্বপ্নে রোজ একটা মেয়ে আসে
মধ্য রাতে স্বপ্নে এসে ঘুম ভাঙিয়ে দেয়
তারপর বাকি রাত শুধু তার কথা ভেবেই কাটে।
লাল শাড়ি পরা মেয়ে, বউয়ের সাজে দাঁড়িয়ে থাকে
খুব পরিচিত মনে হয়, কিন্তু চিনতে পারি না
তার চোখে অদ্ভুত চাহনি।
কাজল, লিপিস্টিক, টিপ, গহনা
সব কিছু দিয়ে সুন্দর করে সেজেছে।
আমাকে দেখেই মুচকি হাসে সে
সেই হাসি বড় মায়াবী। বড় রহস্যজনক।
অনেক অপেক্ষার পর কাউকে দেখলে
যেমন খুশি চোখে মুখে দেখা যায়
ঠিক তেমনি সেই হাসি।
স্বপ্নে আমি বর কী না জানি না
তার সামনে দাঁড়িয়ে থাকি কিংকর্তব্যবিমূঢ় হয়ে
তার রূপ লাবণ্য দেখে বাকরুদ্ধ হয়ে যায়
ফ্যালফ্যাল করে চেয়ে থাকি তার দিকে।
সেও মুগ্ধ হয়ে আমাকে দ্যাখে, দু চোখ ভরে দ্যাখে
সময় গড়িয়ে যায়। দুজনই স্থির। মুখোমুখি।
মেয়েটা কোন কথা বলে না, একটা মাত্র কথা ছাড়া
সেই গলা বড় পরিচিত। বড় আপন।
আদুরে গলায় আমার চোখে চোখ রেখে বলে –
এত দেরি করলে ?
কেন এত দেরী? পাঞ্জেরি।
ধন্যবাদ প্রিয় কবি।
শুভেচ্ছা
অসামান্য কথা কাব্য। এমন কবিতাকে কয়েকবার করে পড়লেও ক্লান্তি আসবে না। একরাশ শুভেচ্ছা প্রিয় কবিজন প্রিয় মহাশয়। শুভ সকাল।
অশেষ ধন্যবাদ প্রিয় মুরুব্বী ভাই।
আপনার মন্তব্য সবসময় উৎসাহ দেয়।
ভালোবাসা ও শুভেচ্ছা

আমারও ভালোবাসা এবং শুভেচ্ছা জানবেন কবি।
সুন্দর প্রকাশ ।
ধন্যবাদ প্রিয় কবি।
শুভেচ্ছা

অনেক আবেগময়ী কবিতা।