শহরে নতুন মানুষ

newman308373843121775495_n

এক অন্ধকার রাতে মাটির গভীর থেকে উঠে আসছি
পিরামিড শহর!
আমাদের চোখের সামনে গড়ে ওঠা ফিকশান
ঘুমের ওষুধে ডুবে আছে সব মমি

সুর উঠছে ধূসর মেঘে! প্রচন্ড মিথ্যেবাদীর মতো করে
শহরে আগমন করে নুতন মানুষ
অতিক্রম করে যায় এনালগ সময়
নিদারুণ দুর্ভিক্ষের সামনে অসহায়ের মতো পিরামিড ঘরে ঘুমিয়ে থাকে মমি
শহরে আসা নতুৃন মানুষ বিস্ময় চোখে তাকিয়ে থাকে শুধু।

6 thoughts on “শহরে নতুন মানুষ

  1. সুর উঠছে ধূসর মেঘে! প্রচন্ড মিথ্যেবাদীর মতো করে
    শহরে আগমন করে নুতন মানুষ- ভালো লাগলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।