আবার ফিরে আসবো, সাগর

সমুদ্র এমন গোঙায় কেন সারারাত
সেকি আরিথিউসার অপমানের কান্না?

প্রবল জলের ভেতর সূর্যাস্তের আকাশ
কেমন নি:শেষে ঢেলে দেয় তার সোনার থালা ;
সমুদ্রে।
নিস্তব্ধ দাঁড়িয়ে থাকি সৈকতে
সামুদ্রিক পাখি আর ঈগলের চিরায়ত প্রতিশোধ প্রতিশোধ খেলা দেখি।
সাগরের বুকের গহনে খুঁজি আরেক আকাশ।
অস্থির ঢেউগুলো দেখতে দিলোনা।
কতোবার!
কতোবার!
ফিরে গেছি।

জলধির কী যে টান ধীবরেরা জানে।

3 thoughts on “আবার ফিরে আসবো, সাগর

  1. আবার কবিতা পড়তে পেরে আনন্দ লাগর
    অনেক শুভেচ্ছা নিবেন———-

  2. মায়াভরা লিখা। লিখা পড়ার শেষেও যেন রেশ থেকে যায়। শুভেচ্ছা জানবেন আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. প্রবল জলের ভেতর সূর্যাস্তের আকাশ
    কেমন নি:শেষে ঢেলে দেয় তার সোনার থালা ;
    সমুদ্রে।- ভালো লাগলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।