বিপরীত বাতাসের খণ্ড চিত্র

রীতি ভেঙে হাওয়ায় উড়ছি
বিষপথে পড়ে থাকে তুলোধুনো জীবন
সাপের ফণায় স্বপ্ন জমা রাখে সাপুড়িয়া
চাষযোগ্য মাছেরা ভালোবাসে অন্ধকার
প্রতিছায়া দেখলে আমরা অন্ধ হয়ে যেতে পারি
চুমুর দৃশ্যগুলো উড়িয়ে দিয়েছি বিপরীত বাতাসেবাতাসে।

আমার আদি সহচর নেই
কার হাতে জমা রাখি সম্পদহীন ঘরের চাবি
যা দেখি বিস্মিত চোখে তসর সবটাই হলো
বিপরীত বাতাসের বিচিত্র খেয়াল।

4 thoughts on “বিপরীত বাতাসের খণ্ড চিত্র

  1. ভালো লিখেছেন প্রিয় কবি মোকসেদুল ইসলাম। কবিতার জয় হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. একটি মানসম্পন্ন কবিতা প্রথম পড়াতেই ভাল লেগে যায় … এমনকি প্রথমবার কিছু না বুঝলেও। এক্ষেত্রে এর তেমন কোন ব্যতিক্রম হলো না আমার কাছে।

    শুভ কামনা রইল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।