খুঁজে পাওয়া

চোখের কোনে কাজল
মনের মাঝে সুর
আটকে থাকে বৃথা
সব সাত সমুদ্র দূর।

হাতের মাঝে কাঁকন
চুলে ধূপের ঘ্রাণ
মিছেই কেঁদে মরে
চাপা সুরের গান।

তবুও পথ চাওয়া
চাওয়ার মাঝেই পাওয়া
স্বপ্ন বুনে যাই
গভীর ভালোবাসার মাঝে
চাওয়া টুকু পাই।

বিঃ দ্রঃ ইহা একটি কুবিতা।

IMG_1233

8 thoughts on “খুঁজে পাওয়া

  1. ছন্দজ্ঞানের লিখা সব সময়ের ভালোলাগা। এটিও অসাধারণ হয়েছে স্যার। কারণ …
    অনেকদিন পর আপনার বিশেষ অধ্যায়ের কুবিতা পড়লাম। সুন্দর। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনেক অনেক দিন পরে আবার দেখা! কেমন আছেন ভাই?
    তবে পাদটিকা না দেখলে হয়ত বুঝতেই পারতামনা যে ইহা একটি কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

    1. কবিতা না কুবিতা
      কবিতা লিখতে পারি না তাই কুবিতা ‍দিয়েই মনের চাহিদা মিটাই
      অনেক ধন্যবাদ ভাই।

  3. তবে পাদটিকা না দেখলে হয়ত বুঝতেই পারতামনা যে ইহা একটি কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

    1. বুঝতে না পারলেও অসুবিধা নাই
      অনেক কবিতা আমিও বুঝতে পারি না
      ভালোবাসা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।