দেহ

নারীর শরীরে গোপনে ডুবে থাকি
মৃত্যুর মতন নীরব ডাকে সাড়া দিলে
কিছু অদ্ভুত ছায়া ঘিরে ধরে আমায়
গনগনে আগুনের আঁচে সিদ্ধ করি মন
ডালিম! ফুটে যাওয়ার অপেক্ষায় আছি
কিছু লাল টকটকে ভালোবাসা বুকপকেটে নেবো।

বিশ্বাস করো, দেহের ভেতর যে প্রদীপ জ্বলে
তার নাম শুধু ভালোবাসা নয় কিছুটা পাপের ভাগীদারও সে
প্রেমিকের চোখের হাওয়া যদি একবার লাগে গায়
তবে জেনে রাখ
পাপ- পঙ্কিলতা যতো থাক অনুক্ষণ ভিজে ভিজে
একটা পুরুষ ঠিকই মিশে যাবে দেহে।

3 thoughts on “দেহ

  1. “বিশ্বাস করো, দেহের ভেতর যে প্রদীপ জ্বলে
    তার নাম শুধু ভালবাসা নয় কিছুটা পাপের ভাগীদারও সে”
    সহমত পোষণ করছি কবি।

  2. দৈনিক জীবন বোধের অসাধারণ পরিস্ফূটন। অভিনন্দন এবং শুভেচ্ছা কবি।

  3. ডালিম! ফুটে যাওয়ার অপেক্ষায় আছি
    কিছু লাল টকটকে ভালোবাসা বুকপকেটে নেবো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।