অলৌকিক

বিভিন্ন রূপ ও পরিচয়ে এসে যায়
অদ্ভুত সব চরিত্রের সমাবেশ
অলৌকিক নদীজল সরে সরে যায়
সংগ্রামের মাঠে ওড়ে
একরাশ কালো ধুলো
লাল শাড়ি সবুজ জামায়
ঘিরে থাকে মাঠ
অবাক রাজা খলখলিয়ে হাসে
চোখ মুখ ঢাকে কাপড় আঁচলে
ফলের ঝুড়িতে বেচে যাওয়া ইজ্জত
যত্নে কুড়োয় ভিজে শাড়ির আঁচল।

5 thoughts on “অলৌকিক

  1. কবিতা ভালো লেগেছে। কবিকে জানাই অলৌকিক শুভেচ্ছা…

  2. সুন্দর লিখা প্রিয় বন্ধু কবি। অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।