গত কয়েকদিন দেখা আমার গ্রাম
বিজয়নগর বাজার
ফুলকফি বাজারে নেয়ার প্রস্তুতি
গায়ের মানুষ শাজাহান কাকা
ঝিটকা হাট
বিজয়নগর বাজারে চায়ের আড্ডা
পিয়াজের ডাটা ঢাকায় যাবার প্রস্তুতি
খেসারি আর ধনিয়া ফুল
গত কয়েকদিন দেখা আমার গ্রাম
বিজয়নগর বাজার
ফুলকফি বাজারে নেয়ার প্রস্তুতি
গায়ের মানুষ শাজাহান কাকা
ঝিটকা হাট
বিজয়নগর বাজারে চায়ের আড্ডা
পিয়াজের ডাটা ঢাকায় যাবার প্রস্তুতি
খেসারি আর ধনিয়া ফুল
মন্তব্য প্রধান বন্ধ আছে।
খুবই পরিচিত এই দৃশ্য গুলোন। মাছ বাজার দেখলে আমার মাছ কিনতে মন চায়।
শুভ সকাল বন্ধু।
শত চেনা শত জানা কিন্তু তবভুও কোনদিন পুরপনো হয় না। চির নবিন!
শুভ সন্ধ্যা বন্ধু।
আপনার নিজের হাতের তুলা গ্রামের হাটবাজারে ছবিগুলো অসাধারণ
অসাধারনের কিছু নেই ভাই এগুলি আমাদের রূপসী গ্রামবাংলার শাশ্বত রূপ!
পরিচিত দৃশ্যের পরিচিত গন্ধ
শুভেচ্ছা নিবেন প্রিয় খালিদ ভাই।
আমাদের রূপসী গ্রামবাংলার শাশ্বত রূপ!
ভাল্ক আছি ভাই। কি ব্যাপার বাবা হয়ে কি এক্কেবারে হারিয়ে গেলেন নাকি?
ছবিগুলো বেশ ভালো লাগলো
ধন্যবাদ সাহারাজ।
বেশ ভাল বেড়ানি দিয়েছেন দেখছি দাদু ভাই
দারুন উপভোগ্য!!
আপনার চোখে দেখে নিলাম বিজয়নগর… চমৎকার!
আসল কথা হলো বেড়াতে যাই নাইরে ভাই, গেছিলাম আমার শাশুরিকে কবর দিতে। গত ২২ জানুয়ারি সকালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজেউন) এই জন্য ৪ বছর পরে গ্রামে যাবার সুযোগ হয়েছিল আর তাই কয়েক দিন থেকে আসলাম।
মনটা খুবই খারাপ।
সুন্দর ছবি। অতি পরিচিত অনেক দৃশ্য। এখনো অনেক নস্টালজিক করে।

