তোমার কণ্ঠে যদি পরিয়ে দিই শিশিরের মালা,
একগুচ্ছ জবার ঝলকে যদি আবার উজ্জ্বল হয়ে উঠে
এই শীতলক্ষা নদী-
তবে জেনে রেখো,আবার জয়ের বারতা নিয়ে এই
পাড়ের পড়ন্ত বিকেল আমাদের হয়ে ফিরবে ঘরে।
কণার সমষ্টি নিয়ে পরিযায়ী মেঘ,
যে সাহস পেয়ে নিকুঞ্জে ফিরে।
3 thoughts on “কণা ও কণ্ঠ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় ইলিয়াস ভাই। শুভ সকাল।
নিবন্ধ বিশ্লেষণের পাশাপাশি…মূলত কবির লেখা কবিতাই আসল। অসাধারণ ব্যঞ্জনা। শুভেচ্ছা।
শুভেচ্ছা জানবেন।