আঙুলের ফাঁকে রেখে সুখ টান
তারপর আঁতুড় ঘরের ঘুম
জ্ঞানের বোঝা মাথায় নিয়ে টালমাটাল পথ চলা
মোড়লের মতো বুদ্ধি নিয়ে কেউ কেউ পাণিনি হতে চায়
কুকুরের মতো লাল চোখ নিয়ে খোঁজে আপেলের ঘ্রাণ
ভাষাহীন বীভৎস চোখে ভাসে নীল আসমান
গাঁজার নৌকা পাহাড় দিয়ে নেবে বলে
ঈশ্বরের কাছে আবারও জন্ম ভিক্ষা করে।
.
ভাষাহীন বীভৎস চোখে ভাসে নীল আসমান। বীভৎস চোখ।
অসাধারন সব উপমার প্রাঞ্জল ব্যবহার ভীষণ ভালো লাগলো !