স্মৃতিগুলো জমা ছিল মনের গভীরে
প্রেমের সিম্ফনি, ভ্যান গগের চিত্র
সবই জমা রেখেছি তোমার জন্য।
শুধু একবার আমায় স্পর্শ করে দেখো
কতটা ভালোবাসা জমিয়ে রেখেছি।
তুমি একবার ছুঁয়ে দিলেই কবিতাগুলো
অঝোরে ঝরে যায় কাগজে কলমে।
শুধু একবার তোমার ওষ্ঠের অমৃতস্বাদ
দিয়ে আমার কবিতায় অমরত্ত্ব দাও।
আমি আলোর জোনাকি সেজে তোমার
মনের ঘরে তুমুল রোশনাই এনে দেব।
একবার ডেকে দেখো সব কিছু ফেলে রেখে
তোমার মনের আবাদী জমিতে আল্পনা
এঁকে দেবো তোমায় নতুন করে সাজাতে।
‘শুধু একবার তোমার ওষ্ঠের অমৃতস্বাদ
দিয়ে আমার কবিতায় অমরত্ত্ব দাও।’
পড়ি আমি বারবার পড়ি। কবিতায় কবিতার অনুভব বুঝি। শুভেচ্ছা কবিবন্ধু।
এমন বোদ্ধা ও অনুরাগী পাঠক পেয়ে আমি আপ্লূত, অনেক ধন্যবাদ |