শুধু তুমিই চিনলে না আমায়
বাঁকা পথে চলতে চলতে হারিয়েছো ছন্দের ভারসাম্য।
ছুঁয়ে দেখবে নাকি বেদনার নীল আকাশ
কিংবা পায়ে মাড়িয়ে যাওয়া হলুদ দূর্বা ঘাস
আশ্রয় চেয়েছিলাম চন্দন সুবাসিত বুকে
ভালোবাসার আঁচলে মুছতে চেয়েছিলাম যাপিত-জীবনের ঘাম।
তুমি শুধু শূন্যতাই বোঝ,
হিমঘরে বন্দি করেছো জটিল মনস্তত্ত্বের ইতিহাস
ভাঙনের শব্দ শোননি কখনো, জানতে চাওনি নোনা বৃষ্টির কারণ
অবজ্ঞার মৌন বিদ্রূপে কেন সৃষ্টি হয় আত্মার ক্রন্দন?
বেশ নিপুণ ভাষায় শব্দ গুলোকে যেন বাছাই করে লিখা হয়েছে আত্মার ক্রন্দন।
অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় কবি মোকসেদুল ইসলাম। ধন্যবাদ।
সবাই চিনলো শুধু তুমি ছাড়া
ভাঙনের শব্দ শোননি কখনো, জানতে চাওনি নোনা বৃষ্টির কারণ
অবজ্ঞার মৌন বিদ্রূপে কেন সৃষ্টি হয় আত্মার ক্রন্দন
এক কথায় দারুন।