তোমার ঠোঁট আছে
থাক
অন্য কিছুই মেঘবেলায়
চাইনা
তোমার দিঘাংচু রং চুল
মেলে
বস অবেলায় রোদ্দুরের নক্সাদার
ব্যালকনিতে
হালকা লাল শাড়ীর আঁচল
ওড়াও
সমস্ত পারিবারিক অনুব্রতার
শেষে
দু হাতের তালুতে আঁকা বাদামী
মেহেন্দী
দাও আমার কৃতাঞ্জলি ভরে
অবিরাম
এই শেষ বিকেলের আলোয় এই
শেষবার
আর কিছুই কোনো অসময়ে
চাইনা
আমার নারী আজ স্বপ্নে আঁচল
উড়াও
আমার পুরুষালী চেতনের খাণ্ডব
অরণ্যে।
2 thoughts on “নিজকিয়া ৮”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
লিখার উপস্থাপনা চমৎকার প্রিয় কবি সৌমিত্র। গুড।
পড়লাম এবং ভালা পাইলাম।