প্রথম চুমুর জন্যে কি ঘুরেছিলাম বলো
তখন দুজনেই কত বোকা ছিলাম!
একটু ছায়া খুঁজে পামির থেকে ফাইন আর্টস
একটু আদরে বুকে মাথা রাখতে
কেনিয়ান সাভানায় সিংহের গুহায়
চুকিতকিত খেলার সত্যিমিথ্যে শৃঙ্গার!
আজ কতদিন আসোনি বলো তো!
আমি কিন্তু গুনে রেখেছি মাস সেকেন্ড বছর
রোজ আমার শ্যাওলাধরা দেওয়ালে
দাগ কেটেছি এক দুই তিন…
এখন আমি ভিসুভিয়াস হয়ে ফাটার অপেক্ষায়
জাস্ট ফ্র্যাকশন অব সেকেন্ড।
শোনো, তুমি না এলে আমি হরতাল করব!
3 thoughts on “নিজকিয়া ৩”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
‘এখন আমি ভিসুভিয়াস হয়ে ফাটার অপেক্ষায়
জাস্ট ফ্র্যাকশন অব সেকেন্ড।
শোনো, তুমি না এলে আমি হরতাল করব!’
এলোমেলো ভাবে সিরিজের কয়েকটি কবিতা পড়েছি। এখন ক্রমানুসারে পাচ্ছি।
অভিনন্দন প্রিয় সৌমিত্র। গুড লাক।
শোনো, তুমি না এলে আমি হরতাল করবো ।
শুভকামনা কবি ।
তবে হরতাল হোক। বহুদিন হরতাল দেখি না।