মানবিক ঠোঁট

উঠোনে ছড়িয়ে দিয়েছি মানবিক বিষ
এবার পান করো।
মৃত্যুটা যেন শান্তিতে হয় প্রভূ
পড়ে গেলে নাকের নোলক
আমাদের ভাবিয়ে তোলে দর্শন শাস্ত্র
হিসেবের খাতাটা খোল তবে
কাঁটাতারে ঝুলে থাকে বিভক্তির শ্বাস।

সাদাকালো শৈল্পিক ভালোবাসায় মলাটবদ্ধ সুখ
শীর্ণ শীতের দিনে বুড়ো মানুষের মতো পিছুটান।
কথা হোক চোখে চোখ রেখে
তীব্র শোকে ভেঙ্গে পড়ুক সময়ের ঘড়ি
মাংসাশী লাঙল চালিয়ে জমির নরোম শরীরে
সন্ন্যাসী শুধু চেয়ে থাকে কম্পিত ঠোঁটে।

6 thoughts on “মানবিক ঠোঁট

  1. সুন্দর এবং পরিপাটি লিখায় শুভেচ্ছা প্রিয় কবি। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. পরিপাটি পরিচ্ছন্ন লেখা আপনার। খুবই ভাল লাগে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।