ইঁদুর বললে রাত্রিগন্ধ
ইঁদুর ভাবলে ধারালো দাঁত
টোটোইঁদুরের মুচকি ছন্দ
ইঁদুর হাসলে জল্ প্রপাত্।
মেঠো ইঁদুরের বন্য আদর
কুনো ইঁদুরের সাংসারিক
ফকির ইঁদুর চাদর চড়ায়
কর্পোরেট ব্যবহারিক।
ইঁদুর মানেই প্রত্যুৎ নাদ
ইঁদুর এলেই অকাল ক্ষয়
হ্যামলিন জানে ইঁদুরের ফাঁদ
ইঁদুর রাগলে সিয়াচিন ভয়।
ইঁদুরের ভয়ে ভূমি উত্তাল
ইঁদুর কাঁদলে ঢেউ সুনামি
ইঁদুরের প্রেমে ছন্দ ত্রিতাল
ইঁদুরেরা নাকি অন্তর্যামী!
কোন ইঁদুরই দেখি বাদ নাই আর। ফ্যানটাসটিক সৌমিত্র।
ইঁদুরের ভয়ে ভূমি উত্তাল



ইঁদুর কাঁদলে ঢেউ সুনামি
ইঁদুরের প্রেমে ছন্দ ত্রিতাল
ইঁদুরেরা নাকি অন্তর্যামী!
সুন্দর এবং সুন্দর
অপরাধ নেবেন না , আমার ধারনা শেষের চার লাইন একটু পরিবর্তন করলে আবৃত্তিতে সুবিধা হবে যেমন
ইঁদুর ভয়ে ভূমি উত্তাল
কাঁদলে ইঁদুর সুনামি
ইঁদুর প্রেমে ছন্দ ত্রিতাল
ইঁদুর নাকি অন্তর্যামী!
এই ভাবে হলে লেখার মানের কোন পরিবর্তন হয় না কিন্তু আবৃত্তি যারা করবেন তাদের জন্য ভালো হবে।
আমার কাছে দারুণ লেগেছে।
দারুন এবং দারুন।
ইঁদুরের সাথে সাথে হ্যামিলনের বাঁশিওয়ালার কথা মনে করিয়ে দিলেন।
সুন্দর উপহারের জন্য ধন্যবাদ কবি।