অনিঃশেষ ইচ্ছে

বেশ্যাদের হাসিটা অধিক নান্দনিক হয়
তাদের মুখ থেকে যেসব পবিত্র ভাষা বের হয়ে আসে
আমরা ধরে নিই সেগুলো নৈঃশব্দ্যের শৈল্পিক বাঁধন
মাটির সোঁদাগন্ধে তন্দ্রালু সুখ।

সুদীর্ঘকাল এক কুঁড়েঘরে বাস
চোখে বাসা বাঁধে পতঙ্গেরজল
দৃষ্টিরর সীমায় যে সুখপাখি নাচে
তার পুচ্ছে লিখে রাখে বেদনার ইতিহাস।

নিঃসঙ্গ শিকারির মত অচেনা মানচিত্রে বাস
বড়শিতে গেঁথে রাখা পাপের টোপ মুখে নিয়ে
মুগ্ধতার ছাই হবার অনিঃশেষ ইচ্ছে।

2 thoughts on “অনিঃশেষ ইচ্ছে

  1. নিঃসঙ্গ শিকারির মত অচেনা মানচিত্রে বাস
    বড়শিতে গেঁথে রাখা পাপের টোপ মুখে নিয়ে
    মুগ্ধতার ছাই হবার অনিঃশেষ ইচ্ছে।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।