ভাঙ্গনের গান

এতো ভাঙ্গতে পার
ব্যর্থ গর্জনে ভেঙ্গে ফেলছো যাত্রাদলের গান
ও আমার বিবেক মাষ্টার কুমারী জন্মের আগে ভেঙ্গে দিলে যে নরম ঘুম
সেতো খয়রাতি টাকায় কেনা আমার জীবনব্যাপী সুখ
এ পোড়াদেশে যা কিছু ঘটে তার সব দোষ নারীর!

প্রতিবাদ?
সেও চুলকানির গান।
মস্তকদেশে যারা থাকে উল্লাসে মহাভোজে মেতে ওঠে তারা।

এতো ভাঙ্গতে পার
সমুদ্রের ঢেউ, পাহাড়, মাটির মত আত্মীয়তার বন্ধন
অলৌকিক শক্তি আমার নেই
বিভাজনরেখা বরাবর মহাজনের নাও ভেসে গেলে
কেউ কেউ যীশুর ঈশ্বরবাদ কিংবা বুদ্ধের মতো চৈতন্যের আশায়
নিজস্ব সীমা পেরিয়ে ভেঙ্গে দিয়ে যায় জ্যোৎস্না অরণ্যের ঘুম

একদা গণিতে যারা কাঁচা ছিল তারাই এখন দেখায় ভানুমতির খেল
নতজানু প্রথাও নেই, দীর্ঘশ্বাসের বেলায় দেয়নি কেউ মাটির প্রলেপ।

3 thoughts on “ভাঙ্গনের গান

  1. আমার দৃষ্টিতে এই লিখাটিও আপনার অনকে ভালো একটি লিখা।
    তবু কিছু অণুগল্পও আপনার থেকে চাই প্রিয় কবি। শুভ সকাল। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।