সব জলপ্রপাতের মধ্যে তুমিই মহৎ (মাকে)

চার

শেষ কথা আমাকে শোনাও, আমি জেগে আছি
দুহাতের মাঝখানে মাথাগোঁজা আবিষ্কার ক’রে
ক’টা পাখি ডাকে সারারাত, পাখা কতোবার ঘোরে
ঘোরের ভেতর…
অচৈতন্য হাত আমি উঠিয়ে উঠিয়ে ফের নামিয়ে রেখেছি

শেষ কথা শব্দহীন? সেও শেষ রাতের এক খুরি চা — মুখে না দিয়েই
যাকে পান করি — তার মধ্যে ডুবে যাওয়া কোনও আশীর্বাদ?
নাকি মুক্তি চেয়েছিলে তুমি লোভী ফুসফুস,
এইমাত্র ঘুমিয়ে-পড়ার কানে বলে গেছ
আসি এবার, ছেলে তুইও তৈরি থাকিস

3 thoughts on “সব জলপ্রপাতের মধ্যে তুমিই মহৎ (মাকে)

  1. শেষ কথা শব্দহীন? সেও শেষ রাতের এক খুরি চা — মুখে না দিয়েই
    যাকে পান করি — তার মধ্যে ডুবে যাওয়া কোনও আশীর্বাদ?

  2. অসাধারণ এই ধারাবাহিক। ভালো লাগা রাখছি প্রিয় চন্দন দা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।