ছায়া

হারিয়ে যাওয়া ছায়া খুঁজছে
পাহাড় ফেরত এক যুবক
যারা পৃথিবীর আলো থেকে
ছিঁটকে গেছে ব্লাকহোলে

অথচ কে না জানে
ছায়াদের চাওয়ার কিছুই নেই
দিন শেষে সব পথ মিশে যায় আঁধারে

প্রাত্যহিক চাওয়ার কাছে
আমরা সব বিকিয়ে দেই
শরীর যেনো একটা মনোহারি দোকান
কাস্টমার শুধু স্বপ্ন উপহার দেয়।

1 thought on “ছায়া

  1. ছায়াদের চাওয়ার কিছুই নেই
    দিন শেষে সব পথ মিশে যায় আঁধারে। ___ সুন্দর বলেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।