ঘরে ফিরতে গিয়ে মনে হলো
আমার তো ঘর-বাড়ি কিছুই নেই
তবুও ‘নির্জনতা’ এই শব্দটিকে আমার বড় ভয় করে
ঘরটাকে মনে হয় একটা বন
আড়ালে মুখ ঢেকে হাসে রমণী
এই হাসিকে ধরে রাখতেই আমরা ঘর করি
সংসার সাজাই, বাচ্চা নিই
দুঃখ আসে দুঃখ যায় প্রজাপতির মতো উড়ে
অপার মুগ্ধতা নিয়ে আমরা ঘরে ফিরি
বউরা অপেক্ষায় থাকে, বাচ্চাদের মুখে হাসি
আহ্ সুখ! এই অক্ষরের সাথে কারো তুলনা চলে না।
দুঃখ আসে দুঃখ যায় প্রজাপতির মতো উড়ে।
__ জীবন বোধের লিখা মন আনমনা করে দেয়। তারপরও শুভেচ্ছা প্রিয় কবি।
চমৎকার
একদমই চলে না,,,সুন্দর লিখেছেন।
শুভেচ্ছা জানবেন ।
প্রথম স্তবকটা বেশি ভাল লেগেছে।
আমাদের দৈনন্দিন দুঃখ সুখের কথার এমন কাব্যিক আপনার হাতে হয়ে উঠেছে চিত্তাকর্ষক।
অনেকদিন পর আপনার লিখা পেয়েছি। অভিনন্দন কবি মোকসেদ ভাই।
ঘরে ফিরে আসুন প্রিয় কবি ভাই।
ঘরে ফিরুন কবি।
ফিরে আসুন কবি দা।