রাতের নটীরা

রাতের নটীরা
…………………….

উতুঙ্গ রাত্রির নাভীমূলে ঝুলে থাকে কামার্ত দু’চোখ
বাঁচার তাগিদে নিষিদ্ধ শহরে জলসা ঘর খুঁজে নেয় ক্ষুধার্ত দেহ
ঘামার্ত দেহের বিনিময়ে কিনে নেয় ভবিষ্যতের সুখ
তবুও মাঝে মাঝে না পাওয়ার যন্ত্রণায় নীল হয়ে যায় মুখ।

আমরা বলি তাদের ভালোবাসা হয়ে গেছে দ্বিচারিণী
মুখে সভ্যতার লম্বা বুলি আওড়িয়ে চলি পথ
জনতার মাঝে তাদের উপাধি দিয়েছি রাতের নটী।

.
(“অদ্ভুত মানুষগুলো” কাব্যগ্রন্থ হতে)

2 thoughts on “রাতের নটীরা

  1. “মুখে সভ্যতার লম্বা বুলি আওড়িয়ে চলি পথ
    জনতার মাঝে তাদের উপাধি দিয়েছি রাতের নটী।”

    বড়ো অদ্ভুত মানুষ আমরা। শুভ সকাল প্রিয় কবি। ধন্যবাদ।

  2. আপনার কবিতা পড়া আনন্দের ব্যপার।
    আপনার কবিতায় মন্তব্য করাও আনন্দের ব্যপার।
    শুভেচ্ছা রইল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।