জলোস্থান ক্ষত

জলোস্থান ক্ষত

তুমি রহস্যময় বলছো ! শুধু কি তাই?
মলিন ক্ষীণ পৃথিবীটা হলো আসা যাওয়ার জলোস্থান !
সমস্ত সুখ দুঃখ হয়ে যায় অম্লান-
তবুও ক্ষণস্থায়ী নিঃশ্বাসে কত ক্রোধরাগ অভিমান।

নিজের অনন্যা স্বাদের ভূমিতে কখন ঘটে কিয়ামত-
দেখ অবিরাম ঘটেই চলছে কত-
বিবেকটা রয়ে যাই অবুঝ অন্ধ শত শত!
অতঃপর ভাবনার দ্বারপ্রান্তে দেখেছি
পৃথিবীটা জলোস্থান ক্ষত।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “জলোস্থান ক্ষত

  1. “মলিন ক্ষীণ পৃথিবীটা হলো আসা যাওয়ার জলোস্থান !” https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।