স্বার্থের পাঠশালা
আমার রংধনুর রঙ নেই
যখন চারপাশ আঁধারে ছেয়ে যায়
তখন তাকে দেখি নয়নে
আলোময় আকাশে যতবার রংধনু খুঁজে বেড়াই
ততবার সত্য আর বাস্তবতা প্রাচীর হয়ে দাঁড়ায়
ভুলে যাই রংধনু, ভুলে যাই নিজেকে
অতপর কেউ আমার নয়, আমিও কারো নই
স্বার্থের পৃথিবীতে ইহকাল-পরকাল স্বার্থ বিলিয়ে বেড়ায়ে
আসলে আমি ও পৃথিবী স্বার্থের পাঠশালা
চমৎকার লিখেছেন প্রিয় কবি মি. রুদ্র আমিন।
আপনার ভিতর একটি বিষয় লক্ষ্য করে আমি ভীষণ উৎসাহ বোধ করি …
সেটি হচ্ছে আপনার ভিতর রয়েছে লিখার সহজাত প্রবৃত্তি। এবং সৃষ্টির প্রতি শ্রদ্ধা।
আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে, আমি অন্ধকার থেকে আলোর পথ দেখি, তবে আশা করি আলো অন্ধকারহীন মূল্যহীন তেমনি আমার লেখাগুলো ভেতর ভুলত্রুটি গুলোও ধরিয়ে দিবেন যেন নিরেট আলো দেখতে পাই।
আপনার এই বিনয় আমাকে অভিভূত করে।
কখনও মনে হয় আমার যেন এখনও অনেক শেখার আছে।
বিশেষ করে আপনার মতো হৃদয়বান ঐশ্বর্যবান মানুষের কাছে।
আপনি হলেই মুরুব্বী, আপনার কাছ থেকে শিখবো তো আমি… আপনি পথ দেখাবেন দেখি হাঁটতে পারি কিনা..
নিশ্চয়ই। চলুন এক সাথেই না হয় পথ চলি।