আসুন শব্দনীড়কে বাঁচিয়ে রাখি

.
শব্দনীড়ের ব্যয় নির্বাহে স্পন্সর হয়ে আপনিও পাশে আসুন। এটি ছিলো গত ১৬ই সেপ্টেম্বর রাত ০৯ টা ৫২ মিনিটে ব্লগার মুরুব্বী’র দেয়া শিরোনামীয় পোস্ট।

“শব্দনীড় এর ব্যয় নির্বাহের জন্য টাকা প্রয়োজন” কথাটি সরাসরিই বললাম। শ্রদ্ধেয় মুরুব্বী যেখানে বলেছেন “শব্দনীড়ের ব্যয় নির্বাহে স্পন্সর হয়ে আপনিও পাশে আসুন” এই কথাটি হয়তো অনেকেই বুঝতে পারেন নাই। সহজ কথা সহজ করেই বলা উচিৎ। একটু ঘুরিয়ে বললে অনেকেই বুঝতে পারে না, সমস্যা তৈরি হয়।

মুরুব্বীর দেয়া পোস্টটি ১৬ই সেপ্টেম্বর ২০১৭ থেকে স্টিকি হয়ে আছে। অথচ এই তিন দিনে মন্তব্য পড়েছে মাত্র তিনটি। সেখানেও কোন সহায়তার আশ্বাস নেই। অথচ প্রায় ৩৬ জন ব্লগার পোস্টটি ঘুরে গেছেন।

মুরুব্বী লিখেছেন- “স্পনসর ছোট হলেও ক্ষতি নেই। শব্দনীড় এর হিসাব খাতে স্বনাম প্রকাশ অথবা নাম প্রকাশে অনিচ্ছুক হিসেবেও আপনি থাকতে পারেন শব্দনীড়ের পাশে। আপনি হবেন শব্দনীড় অংশ এবং অঙ্গ।” অর্থাৎ আপনার অনুদানের পরিমাণ ২০০, ৩০০ কিংবা ৫০০ হলেও ক্ষতি নেই। অথবা যদি ইচ্ছা থাকে ১০০০, ২০০০ টাকাও দিতে পারেন। মোট কথা দশের লাঠি একের বোঝা হলেই বেঁচে থাকবে আমাদের প্রিয় ব্লগ শব্দনীড়। আমাদের সম্মিলিত অনুদানে ব্লগ চালু রাখা সম্ভব। না হলে হয়তো অন্য ব্লগের মতো এটিও বন্ধ হয়ে যাবে।

11 thoughts on “আসুন শব্দনীড়কে বাঁচিয়ে রাখি

  1. এই পোস্ট ঠিক আছে। যেটা আমি সহজে বলতে পারিনি …
    আপনি অনেক সহজ করে দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. যাদের সদয় উপস্থিতিও আপনার বক্তব্যে সমর্থন আনেনি। গুড সিম্বল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    * মি. রুদ্র আমিন।
    * মি. আমির ইশতিয়াক।
    * মি. জাহিদ অনিক।
    * মি. সাইয়িদ রফিকুল হক।
    * মি. চারু মান্নান।

    1. হু, খুবই কষ্টের বিষয় এটা। এতোদিন একটা ব্লগে থাকলাম, লিখলাম, পরিচিত হলাম সবার সাথে অথচ এটাকে বাঁচিয়ে রাখার জন্য কিছুই করতে পারলাম না।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gif

      1. বন্ধুব্লগ বন্ধ করে দিয়েছি…. জানি কতটা কষ্টের, লালন পালন করতে করতে একদিন ঠিক সন্তানের মতো হয়ে যায় কিন্তু তবুও বন্ধ করতে হয়েছে মানে সন্তানকে গলাটিপে হত্যা করেছি।

        আমি জানতে চাইছি শব্দনীড় এর বাৎসরিক খরচ কত? হোস্টিং চার্জ কি মাসে মাসে পরিশোধ যোগ্য নাকি বাৎসরিক? শব্দনীড় কত জিবি হোস্টিং নিয়েছে?

    1. আসুন না ব্লগটির পাশে দাঁড়াই। সহায়তার হাত বাড়িয়ে দিই। প্রতি মাসে ৩০০ কিংবা ৫০০ বা সম্ভব হলে তার চেয়ে বেশি অনুদান দিয়ে পাশে থাকি।

  3. অতএব বুঝা গেল কেউ শব্দনীড়কে বাঁচিয়ে রাখতে চান না। কারন মন্তব্য করেছেন শুধু মুরুব্বী আর মামুনুর রশীদ। এটাই বাস্তবতা।

    1. হু, এতজন ব্লগার অথচ এমন প্রয়োজনীয় একটা বিষয়ে কোন মন্তব্য নেই

  4. না না, আমি সমর্থন দিচ্ছি। একবার ঘুরে গিয়েছিলাম। তখন মন্তব্য দেয়ার সময় সুযোগ ছিল না।

    কথা হচ্ছে শব্দনীড় কে টিকিয়ে রাখতে হবে। কিভাবে টাকা ডোনেট করা যায় তার একটা ব্যবস্থা করে দিলে ভাল হত। আমি তাহলে নিজের আগ্রহেই নিজের সুযোগমত ডোনেশন করতাম। যা পারতাম তাই করতাম।

    আমি ব্লগে নতুন। মুরুব্বি ছাড়া আর কোন এডমিনকে আমি চিনি না।

    1. প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে সার্ভার ব্যয় হোস্টিং কোম্পানীতে পৌঁছাতে হয়। সে হিসাবে আপনি যে পরিমাণ টাকা অনুদান হিসেবে দিতে চান সেটা মাসের প্রথম সপ্তাহের মধ্যেই দিতে হবে। এ বিষয়ে মুরুব্বীর সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।