কে কার?
প্রতিটি ভোর
নিদ্রা যাপন
সকাল গড়িয়ে রাত
পাপ, পূণ্য, অপরাধ
সত্যের পথে স্বার্থ জড়িয়ে
মিথ্যের যত কারবার
আলো, বাতাস, মাটি, জল
এক ও একে হাহাকার।
পৃথিবী এক, একবারই
সূর্যের মতো
জোয়ারে জল, ভাটার টানে স্থল
আদি-অন্ত
বিবর্তিত সমাজ, বিবর্তিত মানুষ
সু-শৃঙ্খল নাট্যমঞ্চে একাকার
আমি, তুমি, সে, তারা
বলতে পারো কে কার?
পৃথিবী এক ও একার।
‘সু-শৃঙ্খল নাট্যমঞ্চে একাকার
আমি, তুমি, সে, তারা
বলতে পারো কে কার?
পৃথিবী এক ও একার।’
লিখায় পরম এবং জাগতিক সত্য তুলে এনেছেন মি. রুদ্র আমিন।