মানুষের খোঁজে
শহরে ঢুকলেই আগে মানুষ দেখি
লম্বাটে – গোল রং বেরংয়ের মুখ
চোখ! হাজারও প্রশ্ন করে, চোখে চোখ রাখলে কথা হয়
এক একটা মানুষ যেনো নিজের কাছে রাজহাঁস
শহরে ঢুকলেই নাপিতের আয়নায় নিজেকে দেখে নিই
অভিজাত এলাকায় সুপার সেলুন বলে কথা!
নগর ক্যানভাস – ভাসে হাজার মানুষের ছবি
নতজানু মেঘের ছায়ায় – গন্ধম ফল ভাগ করে খাচ্ছে সবাই।
শহরে ঢুকলেই আলো – ছায়া খুঁজি
না, ভুল বুঝবেন না, এই নামে আমার কোন প্রেমিকা নেই
মানুষ কতভাবে ফুটতে চায় – জানালার পাশে
দরজার কাছে – একা একা কেউ বা দলবদ্ধভাবে
এভাবে শহরে শহরে ঢুকে প্রতিনিয়ত মানুষ খুঁজি
লাল – নীল কালো – শ্যামা হলদেটে – সাদা
তবু মানুষ দেখি না তেমন – যা দেখি তা হলো
হিন্দু – মুসলমান, বৌদ্ধ, ইহুদি আর খ্রিষ্টান।
'শহরে শহরে ঢুকে প্রতিনিয়ত মানুষ খুঁজি
লাল – নীল কালো – শ্যামা হলদেটে – সাদা
তবু মানুষ দেখি না তেমন – যা দেখি তা হলো
হিন্দু – মুসলমান, বৌদ্ধ, ইহুদি আর খ্রিষ্টান।'
সমগ্র সত্তা জুড়ে আমি এবং আমরাও মানুষ খুঁজি। অহোরাত্রি খুঁজি। পাই না।
ধন্যবাদ