মানুষের খুব বাজে স্বভাব
মানুষের খুব বাজে স্বভাব
অকারণেই তারা ঘেউ ঘেউ করে
আগুনের আংটায় ঝুলে থাকে মাংসের লোভ
একটা ধূমকেতু উড়ে যাবার পর
ছাদে উঠে যায় হাতে নিয়ে রাশিয়ান ভদকা
মানুষের খুব বাজে স্বভাব
তারা অহেতুক রং বদলায়
এত পোশাক! তবু খুলে নেয় বৃক্ষের বল্কল
প্রার্থনা নয়, দু’হাতে ঘাই মারে
সোমত্ত সন্ধ্যাটা ডুবে আছে ঘুমের ভেতর
মানুষের খুব বাজে স্বভাব
একটা ভারবাহী ট্রেনের মত
আজীবন টেনে নিয়ে আস্ত সংসার
মানুষের খুব বাজে স্বভাব
তারা অহেতুক রং বদলায়। ___ এই কথাটিই বরং সর্বজনীন সত্য।
ধন্যবাদ শ্রদ্ধেয়
বাস্তবতা
আন্তরিক ধন্যবাদ দিদি
বাহ দারুন তো, মানুষের বাজে স্বভাব
ধন্যবাদ কবি
ধন্যবাদ মান্নান ভাই