অভিমান

অভিমান

মাগো, তোমায় দিয়েছি কত যে যন্ত্রণা
তবু কোনদিন বিরক্তি দেখিনি মুখে;
তব মনো কষ্ট কখনো হলো না জানা
সদাই হাসির ঝলক ঐ চোখে মুখে।
মনে পড়ে, পেয়েছি কভু কোথাও ব্যথা
কোথায় কাঁদবো আমি, কেঁদেছো সে তুমি;
ভুলে যেতে কষ্ট, শুনিয়েছ গল্প কথা
বার বার হাস্যে দিয়েছো আমায় চুমি।

তিলে তিলে মাগো, করেছো আমায় বড়
দিয়েছো অক্ষর জ্ঞান, মুখে তব ভাষা;
এ বয়সেও কৈ অবসর, কর্ম কর
দিলে যে উপদেশ দিলে পথের দিশা।
ভেবেছি এলো সময়, দিই প্রতিদান
বুজলে আঁখি, করলে তুমি অভিমান।

চতুর্দশপদী কবিতা

4 thoughts on “অভিমান

  1. মায়ের জন্য, দেশের জন্য লেখা অনেক সুখকর৷ বিজয়ের এই মাসে লেখা এমন সুন্দর কবিতার জন্য শুভেচ্ছা৷

  2. আপনার চতুর্দশপদী কবিতা'র গড়ন আমার কাছে অসাধারণ লাগে কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।