একটি আদর্শ রাষ্ট্রের ধারণা

একটি আদর্শ রাষ্ট্রের ধারণা নিতে হলে কোথায় যেতে হবে আমাদের?
এই প্রশ্ন করার পর জানালার পর্দাটা টানতে টানতে এক অন্ধ দার্শনিক বললেন-
আদর্শ রাষ্ট্রের ধারণা নিতে হলে আপনাকে প্লেটোর কাছেই যেতে হবে।
‘প্লেটো তো তার আদর্শ রাষ্ট্রে কবিকুলের তেমন কোন জায়গা রাখেন নি’
এই কথা শোনা মাত্রই তিনি দড়াম করে জানালাটাই বন্ধ করে দিলেন।

আদর্শ রাষ্ট্রের ধারণ নিতে হলে আপনাকে যেতে হবে কবরস্থানে
কেননা তারাই এখন নির্ঝঞ্ঝাট জীবন যাপনে ব্যস্ত সময় পার করছে
ভাঙ্গা গলায় বললেন অশীতিপর এক বৃদ্ধ।
পৃথিবীতে একমাত্র মেয়েরাই দিতে পারে আদর্শ রাষ্ট্রের ধারণা। বৃদ্ধকে মাঝপথে
থামিয়ে দিয়ে রমরমে গলায় বলল এক সুন্দরী তরুণী। কেননা সঙ্গমযোগ্য মেয়েরাই
পারে মৃত্যুকে থামিয়ে দিয়ে অপার শান্তি আনতে।

এতোক্ষণ আপনি যা শুনেছেন তার সবকিছুই ভুয়া। আদর্শ রাষ্টের ধারণা নিতে হলে
আপনাকে যেতে হবে ব্রোথেলে। কেননা ব্রোথেলের মেয়েদের কোন অহংকার নেই।
তাদের কোন অতীত নেই। ভবিষ্যৎ নেই। মৃত্যু নিয়েও ভাবে না তারা।
বর্তমানে বেঁচে থাকাটাই তাদের কাছে সব। গমগম আওয়াজে বলেই চলেছে এক মুখরারমণীর
শান্ত মেয়ে। পাশ থেকে এক ভিক্ষুক বললেন, আমিই আদর্শ রাষ্ট্র। আর এইযে ক্ষুধায়
কাতর মেদহীন পেট, ছেঁড়া জামা, বুকপকেটে এক আকাশ শূন্যতা আর হাতে লাঠি
দেখছেন এসব হলো আদর্শ রাষ্ট্রের ধারণা মাত্র।

এইসব কথা শুনতে গিয়ে আমি খেই হারিয়ে ফেলি নিজের মাঝে। আদর্শ রাষ্ট্র বলতে
আসলেই কী কিছু ছিল পৃথিবীতে? এই ভাবনা ভাবতে গিয়ে আবিষ্কার করে
ফেলি মায়ের মুখ, সেখানে একটি আদর্শ রাষ্ট্রের পরিষ্কার ছবি দেখতে পাই।

6 thoughts on “একটি আদর্শ রাষ্ট্রের ধারণা

  1. লিখনীর স্বতন্ত্র চেতনা লিখাটিকে দিয়েছে অনন্য স্বকীয় মাত্রা। অসাধারণ কনসেপ্ট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।