খড়ি ওঠা বিকেলের গায়ে

খড়ি ওঠা বিকেলের গায়ে

দেখতে দেখতেই ঘড়ি থেকে খুলে
তিন রকমারি তিন হাত ছিটকে পেছনে
মিলিয়ে যায় মরা আলোছায়ায়।
জিভে আলটাগরায় একচামচ
ভিজে ফুস্কুড়ি নিয়ে রাস্তার নোংরা
ছেলেটা সেদিকেই অন্যমনস্ক।

কিভাবে যে সকাল দুপুর গড়িয়ে
প্রৌঢ় প্রোফাইলে ঢুকে পড়ে
সদ্য শাপপ্রাপ্ত দক্ষিণদুয়ারের দ্বারী,
ভাবনার পাত পেড়ে গুছিয়ে বসার আগেই!

একরাশ অহমিকায় অমার্জিত বর্তমান
পেছনের সিটে কথা উচ্চগ্রামে
যেমন জুমচাষে নিড়োনো ক্ষেতে
এবড়ো খেবড়ো আগুনের চুমু
ছড়িয়ে দিতে দিতেই অতীত হয়ে যায়।

এক গ্যালাক্সি থেকে অন্যের দিকে
আট দশ চাকার গতিতে সামনেই
ছুটে যেতে হয় শৈশবসকাল থেকে,
টানটান খড়ি ওঠা শুকনো ত্বকের
সিরসিরে উত্তুরে হাওয়ায় কাঁপে
অন্ধকারে পেছনে পড়ে থাকা
স্থাবর দ্বিতীয় হুগলী ব্রিজ।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

2 thoughts on “খড়ি ওঠা বিকেলের গায়ে

  1. 'একরাশ অহমিকায় অমার্জিত বর্তমান
    পেছনের সিটে কথা উচ্চগ্রামে
    যেমন জুমচাষে নিড়োনো ক্ষেতে
    ছড়িয়ে দিতে দিতেই অতীত হয়ে যায়।'

    চমৎকার কবিতা। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র। চলুক পৃথিবী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।