নির্লিপ্ত কোঁকড়ানো চুল
আজাকাল ভীষণ দেরি হয়ে যায় আমার
টেবিলের নিচে রাখা দুটো বিমূর্ত হাত
টেনে ধরে আমার শৈশব
পূর্ণতা চায় – নিরীহ কৈশোর
মুখের ভেতর একটা জিভ থাকে
সাঁতরাতে পারি নাই কোথাও
আমাদের শীতবোধ বেড়ে গেলে
লম্বা চাদরের কোণা টেনে নিই
শীতকাল – একটা কোঁকড়ানো চুলের নাম
সদ্য কৈশোর পেরুনো মেয়ের মৈথুনকাল
সঙকীর্তনে ভরে ওঠা পেটের থালা
শূন্যের ভেতর সামান্য কুয়াশা আসে
ইদানিং শুধু শুধু ভীষণ দেরি হয়ে যায়
নির্লিপ্ত কোঁকড়ানো চুল ধরে কতক্ষণ থাকা যায়।
অসাধারণ এবং অসাধারণ প্রিয় কবি।
… 
ধন্যবাদ মুরুব্বী
বেশ লেখা প্রিয় কবি দা। দারুণ।
শীত সকালের শুভেচ্ছা দিদি