লিটলম্যাগ পতঙ্গ। সৃজনশীল ও মননশীল লেখাকে সবসময় গুরুত্ব দিবে ‘পতঙ্গ’। লেখকের মুখ নয় লেখাই হবে মুখ্য বিষয়। সে যতোই নবীন, তরুণই হোক না কেন লেখা প্রকাশযোগ্য হলে সেই লেখা প্রকাশে ‘পতঙ্গ’ প্রতিশ্রুতিবদ্ধ।
সাহিত্যে সকল প্রকার দলবাজি, তেলবাজি, সিন্ডিকেট আর গোষ্ঠী চর্চার প্রথাকে ভেঙ্গে ‘পতঙ্গ’ তার নিজস্ব ধারা বজায় রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় লেখক, পাঠক আপনাদের সহযোগিতা ও ভালোবাসা বুকে ধারণ করে বহুদূর পথ এগিয়ে যেতে চায় পতঙ্গ।
‘পতঙ্গ’ একটি সাহিত্য ও প্রকৃতি পরিবেশ বিষয়ক লিটলম্যাগ।
[email protected]
লেখক নয় লেখায় বিশ্বাসী
যেসকল বিষয়ে লিখতে পারবেনঃ
প্রকৃতি-পরিবেশ
গল্প
কবিতা
উপন্যাস
ছড়া
প্রবন্ধ- নিবন্ধ
সভ্যতা ও সংস্কৃতি
ইতিহাস-ঐতিহ্য
তথা সাহিত্য ও প্রকৃতি পরিবেশ এর সকল বিষয় নিয়ে আপনি লিখতে পারেন।
যে লেখাগুলোকে আমরা কখনোই ‘পতঙ্গ’তে স্থান দিবো না বা প্রকাশ করবো না এবং এই ধরনের লেখাগুলো না পাঠাতে লেখকগণকে অনুরোধ করা হলো।
১. বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে অবমাননাকর এবং রাষ্ট্র বিরোধী লেখা
২. ধর্ম অবমাননা মূলক লেখা
৩. এমন লেখা যা প্রকাশ হলে কোন ব্যক্তির মানহানি হতে পারে
৪. ভুল তথ্য আছে এমন লেখা
৫. নারীর প্রতি অবমাননা, আক্রমণ ও নিপীড়নমূলক কোনো লেখা
৬. কোন ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর লেখা
যোগাযোগঃ
আনু আনোয়ার- ০১৭১১ ৬৩ ৭৮ ১১
মোকসেদুল ইসলাম- ০১৭১০ ২২ ৮৮ ১৬
লিটলম্যাগ 'পতঙ্গ' এর জন্য অগ্রীম শুভকামনা। সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
ধন্যবাদ শ্রদ্ধেয়। আশা রাখি পাশে পাবো আপনাকে
লিটলম্যাগ 'পতঙ্গ' এর জন্য শুভকামনা। সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
ধন্যবাদ স্যার। আশা রাখি লেখা পাবো
শুভ হোক প্রকাশনা প্রার্থনা রাখি। এগিয়ে নিন।
দিদি লেখা দিবেন কিন্তু
লিটলম্যাগ 'পতঙ্গ' এর জন্য শুভকামনা। সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
লেখা পাঠিয়েছি।
ভালোবাসা আমির ভাই
অনেক শুভকামনা রলো।


বাহ দারুন নাম তো, পতঙ্গ


শুভ কামনা অশেষ…
শুভকামনা সতত।


লেখা দেবার শেষ তারিখ কবে ??
শুভ কামনা রইলো,
পাঠাব আশা রাখি
একজন কয়টি বিভাগে লেখা দিতে পারবেন? উপন্যাস মানে কি? ধারাবাহিক নাকি সম্পুর্ণ?
কাগজের ম্যাগাজিন কিনা?
আমার ছোটগল্প চলবে কিনা?
শুভকামনা।