ছেঁড়া বুকের বোতাম

ছেঁড়া বুকের বোতাম

বোতাম
একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু
অথচ নিঃশব্দে ঝরে যায়
তারপর শ্রেণীবিভেদ
পরাধীনতার যূপকাষ্ঠে বাস

অহেতুক দৌড়ঝাঁপ – আটপৌরে জীবন
নিঃশ্বাসের মতো নৈঃশব্দ্যে খুলে যাচ্ছে
বুকের বোতাম – দেখার কেউ নেই

ছেঁড়া বুকের বোতাম
লাগিয়ে দেয়ার মতো কেউ নেই
বোতাম
একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু?

6 thoughts on “ছেঁড়া বুকের বোতাম

  1. অহেতুক দৌড়ঝাঁপ – আটপৌরে জীবন। কথাটা ভাল বলেঠেন কবি। সুন্দর।

  2. ছেঁড়া বুকের বোতাম আর বোতাম ছেঁড়া বুক।

    বাক্য দুটোয় যোজন ফারাক। বেশ যুতসই লিখায় অভিনন্দন মি. মোকসেদুল ইসলাম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।