শুভ জন্মদিন হে মহাকবি…
প্রথমে আসাদ নামে কবিতা লিখতেন, পরে গালিব নাম ধারণ করেন। ১১ বছর বয়স থেকে ফার্সি ও উর্দু ভাষায় গজল লিখেছেন। ভারতের উর্দু কবিদের অন্যতম শিরোমণি। জন্ম আগ্রায়। দিল্লিতে স্থায়ী বসবাস। শেষদিকে বাহাদুর শাহ জাফরের সভাকবি ছিলেন। প্রেম, বিশ্বাস, সুর, সুরা, অবক্ষয়, হাহাকার, জরা প্রভৃতি তাঁর কবিতায় সার্থক রূপায়ণ করেছেন। মৃত্যু নিঃসঙ্গ করুণভাবে দিল্লিতেই। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘দিওয়ানে গালিব’। দাস্তাম্বু’ তাঁর সিপাহি বিপ্লবের রোজনামচা নির্ভর একটি ঐতিহাসিক গ্রন্থ। আমি এমনি এমনিই তাঁর প্রেমে বিভোর নই, তাঁর শের, শায়েরী, গজল এইসব পড়লে, আমি নিশ্চিত আপনারাও তাঁকে ভালোবেসে ফেলবেন। আজ এই ঈশ্বরের জন্মদিন। তাঁর কিছু শায়েরী …
১) হ্যায় অউর ভি দুনিয়া মে সুখনবর বহত আচ্ছে,
ক্যহতে হ্যায় কি গালিব কা হ্যায় আন্দাজ-এ বায়াঁ অউর,
২) আদায়ে খবাস সে গালিব হুয়া হ্যায় মুখ্তসর,
সালায়ে আ-ম হ্যায় ইয়ারা-এ নুক্তা দাঁ কে লিয়ে!
৩) ইয়ে মাসায়িল-এ তাসাউফ ইয়ে তেরা বায়াঁ গালিব,
তুঝে হাম ওলি সামাঝতে জো না বাদাখবার হোতা,
৪) হাথো কে লাকিড়োঁ পে মত্ যা এ গালীব,
নসীব উনকে ভী হোতে হয়্ জিনকে হাত নেহি হোতে।
৫) গালীব শরাব পীনে দে মসজিদ মে বৈঠ কর,
ইয়া ওহ জগাহ বাতা জাহাঁ খুদা নেহি।
৬) হাজারোঁ খোয়াইশ এ্যয়সে কে হর খোয়াইশপে দম নিকলে,
বহত নিকলে মেরে আরমাঁন লেকিন ফির ভি কম নিকলে!
মির্জা গালিব এর জন্মদিনে তাঁর বিদেহী আত্মার প্রতি শব্দনীড় পরিবারের শুভেচ্ছা।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু। ভাল থাকুন।
মির্জা গালিব এর জন্মদিনে তার জন্য শুভেচ্ছা রইল।
ধন্যবাদ গল্প দা। শুভেচ্ছা আপনাকেও।